হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ক্রিকেট খেলার সময় বাগ্‌বিতণ্ডার জেরে রুবেল শিকদার (৩০) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, উপজেলার চাঁদপুর মাঠে ক্রিকেট খেলায় বল কম বা বেশি করা নিয়ে বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামের রুবেল শিকদারের (৩০) সঙ্গে রিফাত (২০) ও আবিদের (২১) বাগ্‌বিতণ্ডা হয়। খেলার মাঠে মীমাংসা হলেও পরে রোববার রাতে দানিস্তপুর কবরস্থানের সামনে রিফাত ও আবিদ দেশি অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা করেছেন। 

রুবেল শিকদার বলেন, ‘চাঁদপুর মাঠে ক্রিকেট খেলার সময় একেকজনের দুই ওভার বা তিন ওভার বল করা নিয়ে আমার সঙ্গে একই এলাকার আবিদ ও রিফাতের বাগ্‌বিতণ্ডা হয়। এ বিষয় মাঠেই মীমাংসা হয়। পরে রোববার রাতে আমি বাড়ি ফেরার পথে আমার পথ রোধ করে আবিদ ও রিফাত দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার কপালের পাশে ৮টা সেলাই দিতে হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। থানায় অভিযোগ দিয়েছি।’ 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল মোস্তফা বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জখম থাকায় কপালের পাশে ৮টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর পা ও হাতেও আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন।’ 

আবিদ ও রিফাত বলেন, খেলার মাঠে রুবেলই আমাদের ওপর হামলা করেছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ