রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন এমদাদুল হক ওরফে গন্ডার। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন এমদাদুলের দুই ভাই শহিদুল্লাহ ও মনির এবং তাঁদের সহযোগী আজাদুল। আসামি শহীদুল্লাহ পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর এই দণ্ড কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
অপর তিন আসামি কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাঁদের আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা ১১টার দিকে জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মিরপুর মডেল থানার এস আই ইমানুর হোসেন।
এরপর আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৫ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জনের সাক্ষ্য নেন।