হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বাবু হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন এমদাদুল হক ওরফে গন্ডার। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন এমদাদুলের দুই ভাই শহিদুল্লাহ ও মনির এবং তাঁদের সহযোগী আজাদুল। আসামি শহীদুল্লাহ পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর এই দণ্ড কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

অপর তিন আসামি কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাঁদের আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা ১১টার দিকে জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মিরপুর মডেল থানার এস আই ইমানুর হোসেন।

এরপর আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৫ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জনের সাক্ষ্য নেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ