হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পাজেরো গাড়িতে আগুন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে একটি পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১১-০৩১১। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ওই গাড়িতে মুহূর্তের মধ্যে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। আর আগুনের ভয়াবহ তাপের এর ধারে কাছেও কারও যাওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে বহু মানুষের চোখের সামনে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। 
 
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গাড়িটিতে প্যানাসনিকের এজিএম (সেলস) মো. ওয়াসিম ও এর চালক ছিলেন। তাঁরা খিলক্ষেতের দিক থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। একবার স্টার্ট দেওয়ার পর আবারও বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের সামনে থেকে আগুন ধরে যায়। এতে তাঁরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। কিন্তু গাড়িটি রক্ষা করা যায়নি। গাড়িটি উদ্ধার করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

অগ্নিকাণ্ডের বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আজকে পত্রিকাকে বলেন, বিমানবন্দরে পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলেও তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। 

প্রসঙ্গত, গাড়িতে অগ্নিকাণ্ডের কারণে রাত ৮টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক