হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের কাঠপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত তরুণীর হাত-পা বাঁধা ছিল। লাশটি মোড়ানো ছিল মোটা কম্বলে। তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বলে জানিয়েছে পুলিশ। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, সকালে রাস্তার পাশে একটি বস্তা থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে এক তরুণীর লাশ দেখতে পায়। এই স্থানে আগে শান্তা ফিলিং স্টেশন ছিল। পরে ফিলিং স্টেশনটি সরে যাওয়ার পর অনেকটাই নির্জন থাকে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে এই লাশ ফেলে থাকতে পারে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু