হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের কাঠপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত তরুণীর হাত-পা বাঁধা ছিল। লাশটি মোড়ানো ছিল মোটা কম্বলে। তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বলে জানিয়েছে পুলিশ। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, সকালে রাস্তার পাশে একটি বস্তা থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে এক তরুণীর লাশ দেখতে পায়। এই স্থানে আগে শান্তা ফিলিং স্টেশন ছিল। পরে ফিলিং স্টেশনটি সরে যাওয়ার পর অনেকটাই নির্জন থাকে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে এই লাশ ফেলে থাকতে পারে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে