হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের লাঠি হাতে নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালের এই বিক্ষোভের সময় এক ঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে ওই কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীর রাজপথে রয়েছেন। বিএনপি আজ আর গ্রেপ্তার ও মিথ্যা মামলায় ভয় করে না। এত অত্যাচার-নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ।’

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট