হোম > সারা দেশ > ঢাকা

আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গ্রেপ্তার মো. হেলাল (৩৮), মো. জিয়াউর (৩৫), রুমেন (৪২) ও মো. নজরুল (৪১)। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন মো. হেলাল (৩৮), মো. জিয়াউর (৩৫), রুমেন (৪২) ও মো. নজরুল (৪১)।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে আজ শনিবার (৩১ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তারের পর উত্তরা আর্মি ক্যাম্প থেকে শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শ্যামলী এন আর ট্রাভেলসের হেলাল, পূর্বাশা পরিবহনের জিয়াউর ও মামুন পরিবহনের রুমেন ও নজরুল।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি