হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে মগবাজার ফ্লাইওভারে সিএনজি ও প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ইট বহনকারী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটে কারে থাকা তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ওই ঘটনায় একটি সিএনজি, একটি মাইক্রো ও একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ইন্সেপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুস। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। সড়ক সচল রাখতে ফ্লাইওভার থেকে গাড়িগুলো সরিয়েছি। এ ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রী এবং মাইক্রোবাসে থাকা এক যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। 

আব্দুল কুদ্দুস আরও বলেন, ইট বহনকারী ট্রাকের চালক পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 স্থানীয়রা জানান, ইট বহনকারী ট্রাকটি ব্রেকফেল করায় মগবাজার ফ্লাইওভার থেকে নামতে গিয়ে অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ওই গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িগুলোতে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাকটি সরাচ্ছে। সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। মাইক্রোবাসটির পেছনে দিকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮