হোম > সারা দেশ > ঢাকা

বিল দিয়েও পান না গ্যাস, বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাসের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

‘১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায় না, একটাও চুলা জ্বলে না, কিন্তু বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী রমজান থেকে যাতে আমরা গ্যাস পেতে পারি।’

আজ রোববার গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা আজাদ হোসেন।

সকাল ১০টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল বিপণন অফিসের সামনে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগী গ্রাহকেরা। তাঁরা প্রথমে বাইপাইলে তিতাস অফিসসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে অফিসের নিচে বিভিন্ন স্লোগানসহ মিছিল করেন।

গ্যাসের দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় তিতাস অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক অংশ নেন। তাঁদের হাতে ‘গ্যাস দাও না হয় বিলের টাকা ফেরত দাও’, ‘গ্যাস নাই রান্না নাই, সময়মতো খাবার নাই, এ সমস্যার সমাধান চাই’, ‘বৈধ লাইনে গ্যাস নাই, অবৈধ সংযোগে গ্যাস পায়, এই অনিয়মের সমাধান চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ গাজীরচট, আড়িয়ারা মোড়, শের আলী মার্কেট, আয়নাল মার্কেট, হক মার্কেট, সিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় প্রায় ১৬ বছর ধরে গ্যাসের সমস্যা চলছে। কিন্তু তাঁরা বিল দিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ‘আমরা জানি এলাকায় অবৈধ লাইন আছে। তারা কীভাবে গ্যাস পায়? আমরা এর প্রতিবাদ জানাই। পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেব, অফিস ঘেরাও করব। এর আগে বহুবার তাদের (কর্তৃপক্ষ) জানানো হয়েছে।’

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ