হোম > সারা দেশ > ঢাকা

বিল দিয়েও পান না গ্যাস, বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাসের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

‘১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায় না, একটাও চুলা জ্বলে না, কিন্তু বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী রমজান থেকে যাতে আমরা গ্যাস পেতে পারি।’

আজ রোববার গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা আজাদ হোসেন।

সকাল ১০টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল বিপণন অফিসের সামনে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগী গ্রাহকেরা। তাঁরা প্রথমে বাইপাইলে তিতাস অফিসসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে অফিসের নিচে বিভিন্ন স্লোগানসহ মিছিল করেন।

গ্যাসের দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় তিতাস অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক অংশ নেন। তাঁদের হাতে ‘গ্যাস দাও না হয় বিলের টাকা ফেরত দাও’, ‘গ্যাস নাই রান্না নাই, সময়মতো খাবার নাই, এ সমস্যার সমাধান চাই’, ‘বৈধ লাইনে গ্যাস নাই, অবৈধ সংযোগে গ্যাস পায়, এই অনিয়মের সমাধান চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ গাজীরচট, আড়িয়ারা মোড়, শের আলী মার্কেট, আয়নাল মার্কেট, হক মার্কেট, সিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় প্রায় ১৬ বছর ধরে গ্যাসের সমস্যা চলছে। কিন্তু তাঁরা বিল দিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ‘আমরা জানি এলাকায় অবৈধ লাইন আছে। তারা কীভাবে গ্যাস পায়? আমরা এর প্রতিবাদ জানাই। পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেব, অফিস ঘেরাও করব। এর আগে বহুবার তাদের (কর্তৃপক্ষ) জানানো হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার