গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত নামা গাড়ি চাপায় মো. আহাদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নয়নপুর এলাকার ডেকু নামক এলাকার সংযোগ সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. আহাদ (২৭) ঢাকা জেলার কাফরুল এলাকার আব্দুস ছামাদের ছেলে। তবে সঙ্গে থাকা নিহতের বন্ধু ফুরকান মিয়া সুস্থ আছেন।
ফুরকান মিয়া বলেন, পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় আহাদ দূরে ছিটকে পড়ে যায় এবং বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।