হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সোমবার দুপুর ১২টা থেকে ফতুল্লার বিসিক এলাকায় এই অবরোধ শুরু হয়।

এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি কারখানা। বন্ধ করে দেওয়া হয় আশপাশের গার্মেন্টস।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলছেন, বিনা নোটিশে বেতন পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হয়েছে ক্রোনী গার্মেন্টস ও একই গ্রুপের অবন্তী কালার টেক্স। বারবার বেতন পরিশোধের দাবি জানালেও মালিকপক্ষ টালবাহানা করছে। নারায়ণগঞ্জ প্রশাসনও কোনো সমাধান দিতে পারছে না।

বেলা ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন যাবতই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।’

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা