হোম > সারা দেশ > শরীয়তপুর

ইদিলপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রতিনিধি গোসাইরহাট (শরীয়তপুর) 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী বরখাস্ত হওয়ার এক সপ্তাহের মাথায় একই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফয়েজ আহাম্মদ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।     বুধবার দুপুরে ইদিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইদিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু ছৈয়াল, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি নুরুজ্জামান মৃধা প্রমুখ। এ ছাড়া প্রিন্টু ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল