হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব সন্ত্রাসী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর-ই-শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আস্কারা পেয়ে ফিলিস্তিনের মুসলিমদেরকে জঘন্যভাবে হত্যা করছে যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। পশ্চিমাদেরকে জরুরিভিত্তিক ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘসহ মুসলিম দেশসমূহকে ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ সৃষ্টি করতে হবে।’

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বিষফোড়া হিসাবে দাঁড়িয়ে আছে। ইসরায়েল ১৯৪৭ সালে ফিলিস্তিনের ভূমি দখল করে অবৈধ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে আমেরিকা, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব জঘন্যভাবে সহযোগিতা করেছে। যত দিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে না তত দিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। তাই ওআইসি ও মুসলিম দেশগুলোকে চীন, রাশিয়ার সহযোগিতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করার কার্যক্রম বেগবান করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, বাংলাদেশ ইসলামী ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জনাব আযম খান ও যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ প্রমুখ।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট