হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চেয়ারম্যান হত্যা: ২২ বছর পর দুই আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতার এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের ইছাখালী এলাকার হাছান ভূঁইয়ার ছেলে কালাম ও নগরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে নুর মোহাম্মদ। রায় ঘোষণাকালে কালাম পলাতক ছিলেন। 

রায়ের বিষয়ে জাসমিন আহমেদ বলেন, ‘২০০১ সালের ১৪ নভেম্বর সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর তাঁর ছেলে সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামি করা হয় ১৭ জনকে। ২০০২ সালে অভিযুক্ত সবাইকেই তদন্তে দোষী উল্লেখ করে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় ঘোষণা করেছেন। 

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঘটনার দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফেরার পথে চেয়ারম্যানকে পথরোধ করে কুপিয়ে হত্যা করা হয়। মামলা দায়েরের এক বছরের মধ্যেই তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। আজ সেই মামলার রায় ঘোষণা হলো। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু