হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক সাব্বির খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু রাজিব (২৪)।

বুধবার দিবাগত রাত ১টায় হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত সাব্বিরের বন্ধু ফারহান সাদিক নিঝুম জানান, রাতে তাঁরা চারটি মোটরসাইকেল নিয়ে আটজন বন্ধু পুরান ঢাকার নাজিরাবাজারে যান। সেখানে খাওয়া-দাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। টিএসসি থেকে রাতে যাত্রাবাড়ী এলাকার বাসায় ফিরছিলেন। সাব্বিরের মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন রাজিব। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢাল থেকে নেমে কুতুবখালী টোল প্লাজায় ঢোকার সময় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির। আর সামান্য আহত হন রাজিব। দুজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় রাজীবকে।

নিঝুম আরও জানান, সাব্বিরের বাবার নাম নাজিম উদ্দিন খান। যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া বটগাছিয়া বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। এচং কনস্ট্রাকশনের মালামাল সরবরাহের ব্যবসা সাব্বিরের।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মধ্যরাতে কুতুবখালী টোল প্লাজার পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাঁর বন্ধু সামান্য আহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা