হোম > সারা দেশ > ঢাকা

হেলেনা জাহাঙ্গীর এক মামলায় জামিন পেয়েছেন  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া এফবিসিসিআইর সাবেক পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে এক মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত রাজধানীর পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দেন।

সোমবার হেলেনা জাহাঙ্গীর এর পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে আজ শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। তবে হেলেনার বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

গত ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় নিজ বাসা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাঁকে আটক করে।
 
হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও হরিণের চামড়া, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি উদ্ধার করে র‍্যাব। এছাড়াও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে।

মাদক আইন, বন্যপ্রাণী আইন, বিশেষ ক্ষমতা আইন ও টেলিযোগাযোগ আইনে একটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

ওই দিন রাতেই পল্লবীতে জয়যাত্রা টেলিভিশন অফিসে অভিযান চালায় র‍্যাব। অননুমোদিতভাবে আইপি টেলিভিশন সম্প্রচার করায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় আরেকটি মামলা হয়। এরপর জয়যাত্রা টেলিভিশন ভোলা প্রতিনিধি আব্দুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন পল্লবী থানায়। এসব মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর হেলেনা জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, এসব ঘটনার আগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন খুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ