গাজীপুরে টঙ্গী পূর্ব থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার টঙ্গী বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব মো. শওকত হোসেন সরকার।
সদস্যসচিব শফিউদ্দিন শফির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির সদস্য মাহবুবুল আলম শুক্কুর, মো. আব্দুর রহিম খান কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী সালাউদ্দিন, আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল আলম মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনোজির রহমান পিন্টু, বিএনপি নেতা নূর-ই মোস্তফা খান, মিজানুর রহমান ব্যাপারী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অংশে সরকার জাবেদ আহমেদ সুমনকে সভাপতি ও শফিউদ্দিন শফিকে সাধারণ সম্পাদক করে টঙ্গী পূর্ব থানা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।