হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন লিপি বেগম (৪৫), অন্যজন মোটরসাইকেলচালক রুহুল আমিন তাসিন (২৫)।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির