হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে নিয়ে শিক্ষার্থীকে মারধর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে নিয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম রায়হানের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থী (১৭) থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে বুধবার বিকেলে আউচপাড়া এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ছাত্রলীগ নেতা মিরাজুল ও তার সহযোগী রবিউল, নিশান, শান্ত, নাঈম, মাজাহারুল, সিয়ামসহ ১০-১২ জন যুবক ওই কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে কক্ষে নিয়ে তালা বন্ধ করে রাখে। 

কিছুক্ষণ পর লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। রাতে আহত অবস্থায় ওই কলেজশিক্ষার্থীকে বের করে দেয় মিরাজুল। পরে সহপাঠীরা আহত ওই কলেজশিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। 

মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থীকে বলেন, ‘মিরাজের সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। মিরাজ ও তার সহযোগীরা আমাকে তুলে নিয়ে ছাত্র সংসদে আটকে রেখে মারধর করেছে। বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’ 

অভিযুক্ত মিরাজুর রহমান রায়হান বলেন, ‘ছিনতাইকালে আমার ছোট ভাইয়েরা তাকে আটক করে। পরে সংসদে নিয়ে যায়। আমি তাকে মারিনি।’ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় ছাত্রলীগ নেবে না। আমরা বিষয়টি দেখছি।’ 

টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব