হোম > সারা দেশ > ঢাকা

‘ঠিক ৪টায় গেটে এসেও’ ভোট দিতে পারলেন না অনামিকা

সাইফুল মাসুম ও নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ থেকে 

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতেগোনা কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়লেও বিকেল হতে হতে আবারও প্রায় ভোটারশূন্য হতে থাকে কেন্দ্রগুলো। 

তবে এরই মধ্যে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন দুজন নারী ভোটার। তাঁরা হলেন—কোনাখোলা এলাকার বাসিন্দা অনামিকা সরকার ও সাথী সরকার। 

অনামিকা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির কাজ থাকায় আসতে সামান্য দেরি হয়েছে। ঠিক চারটার সময় কেন্দ্রের গেটের সামনে থাকলেও ঢুকতে দেয়নি।’ 

কেন্দ্রের গেট বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এর আগে পৌনে চারটায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হালিমা আখতারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আপনারা যেমনটি মনে করেছেন, তেমন কিছুই এই কেন্দ্রে হচ্ছে না। দুপুর দুইটা পর্যন্ত ৪০ ভোট পড়েছে বলে জানান তিনি। তবে কেন্দ্রটির সব বুথে সব প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।’ 

এর আগে নির্বাচনী এলাকার চড়াইল নূরুল উচ্চ বিদ্যালয়, রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল কম। 

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছে ৬ লাখ ১১ হাজার ৩৭০ জন। দুপুর ১টা পর্যন্ত এ উপজেলায় প্রায় ২৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। 

যথাসময়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ (আনারস) এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব (কাপ-পিরিচ)।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির