হোম > সারা দেশ > ঢাকা

‘ঠিক ৪টায় গেটে এসেও’ ভোট দিতে পারলেন না অনামিকা

সাইফুল মাসুম ও নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ থেকে 

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতেগোনা কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়লেও বিকেল হতে হতে আবারও প্রায় ভোটারশূন্য হতে থাকে কেন্দ্রগুলো। 

তবে এরই মধ্যে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন দুজন নারী ভোটার। তাঁরা হলেন—কোনাখোলা এলাকার বাসিন্দা অনামিকা সরকার ও সাথী সরকার। 

অনামিকা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির কাজ থাকায় আসতে সামান্য দেরি হয়েছে। ঠিক চারটার সময় কেন্দ্রের গেটের সামনে থাকলেও ঢুকতে দেয়নি।’ 

কেন্দ্রের গেট বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এর আগে পৌনে চারটায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হালিমা আখতারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আপনারা যেমনটি মনে করেছেন, তেমন কিছুই এই কেন্দ্রে হচ্ছে না। দুপুর দুইটা পর্যন্ত ৪০ ভোট পড়েছে বলে জানান তিনি। তবে কেন্দ্রটির সব বুথে সব প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।’ 

এর আগে নির্বাচনী এলাকার চড়াইল নূরুল উচ্চ বিদ্যালয়, রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল কম। 

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছে ৬ লাখ ১১ হাজার ৩৭০ জন। দুপুর ১টা পর্যন্ত এ উপজেলায় প্রায় ২৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। 

যথাসময়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ (আনারস) এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব (কাপ-পিরিচ)।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ