হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ 

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনসহ মোট দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এই দুর্ঘটনা ঘটে। 

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলম শেখ নামে এক আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। 

নিহতরা হলেন, রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) এবং নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)। চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন উপজেলার বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক আবু মুছা (২৫)। 

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আবু সাইদ মিয়া মারা যান। 

অন্যদিকে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আলম শেখ (৪৫) বলে জানান এসআই।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব