হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার নিন্দা মহিলা পরিষদের 

ঢাবি প্রতিনিধি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও গবেষক অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ শনিবার সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মহিলা পরিষদ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি গতকাল শুক্রবার দুপুরে অধ্যাপক রতন সিদ্দিকীর উত্তরার বাসায় অতর্কিত হামলা চালায় কিছু উচ্ছৃঙ্খল জনতা। তাঁকে বাইরে থেকে বাসায় ঢুকতে বাধা দেয় এবং অধ্যাপক রতন ও তাঁর স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় তাঁরা আল্লাহু আকবর ও নারায়ে তাকবির বলে স্লোগান দেয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই আমরা মনে করছি। এই ধরনের অবাঞ্ছিত প্ররোচনা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে, সমাজে সম্প্রীতির বিঘ্ন ঘটায়, যা এরই মধ্যে আমাদের শিক্ষা, সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের আগামী প্রজন্মের সঠিক পথচলায় এটি হুমকি স্বরূপ বলে মনে করি। 

প্রকৃত অনুসন্ধান ও সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করার পাশাপাশি এই ঘটনার মূলহোতাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির