হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাবন্দী চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকেল চারটায় শুরু হওয়া এই মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একাত্মতা প্রকাশ করেন লন্ডন অবস্থানরত বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। চলচ্চিত্র, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন। 

পরীমণির মুক্তির দাবি জানিয়ে গাফফার চৌধুরী বলেন, পরীমণির সঙ্গে যেটা করা হয়েছে সেটা অন্যায়। নারী বলে তাঁকে হেনস্তার শিকার হতে হচ্ছে। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাই আমি।

লেখক ও মানবাধিকার কর্মী শাশ্বতী বিপ্লব বলেন, দেশে এখন নষ্ট মেয়ে বানাবার চল শুরু হয়েছে। যাকে যখন ভালো লাগবে না তাকে তখন নষ্ট মেয়ের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা হতে পারে না। নষ্ট মেয়ের তকমা লাগানো খুবই সহজ। প্রতিটি প্রতিবাদী নারীকে নষ্টা মেয়ে তকমা লাগাতে পারেন। কারা এই মেয়েদের নষ্ট করেছে? নষ্ট মেয়ে ঠিক করা তো আপনাদের কাজ না। মোল্লাদের মতো কিছু কিছু সংবাদমাধ্যমও নারীদের চরিত্র হননে ব্যস্ত হয়ে গেছেন। এটা বন্ধ হওয়া উচিত। 

বিক্ষুব্ধ নাগরিকজনের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, আমরা আজ শুধু পরীমণির জন্য দাঁড়াইনি, আমরা দেশের সমগ্র নারী সমাজের জন্য দাঁড়িয়েছি। তালেবানের আফগানিস্তানের মতো নারীদের পাথর ছুঁড়ে মারার প্রেক্ষাপট তৈরি হয়েছে। মাত্র কয়েক বোতল মদের জন্য ৬ দিন রিমান্ড। অথচ গুলশান বনানী সব জায়গায় মদ আছে, সেগুলোর খোঁজ কে রাখে। কিন্তু মদ পাওয়ায় পরীমণিকে  আটকে রাখা হয়েছে। এ থেকেই বোঝা যায় এর পেছনে অন্য কিছু আছে। এমন চলতে থাকলে এমন দিন আসবে যেদিন নারী সংবাদ পাঠক পাব না, চলচ্চিত্রে প্রতিভাবান নায়িকা পাব না। গণমাধ্যম দীর্ঘসময় পরীমণিকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে। পুলিশ যেভাবে উপস্থাপন করেছে, সংবাদমাধ্যম সেভাবেই কাজ করেছে। স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ প্রচার হয়েছে। 

তিনি আরও বলেন, বোটক্লাবের ঘটনার পরই কেন পরীমণির বাসায় অভিযান। আপনারা কেন প্রশ্ন করেন না যে, একটা বোট ক্লাব কেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা চালাবে? পরীমণিকে দ্রুত মুক্তি না দিলে সাংস্কৃতিক সমাজকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। কেউ আমাদের সঙ্গে না থাকলেও সামাজিক গণমাধ্যম আমাদের সঙ্গে আছে। শুধু পরীমণি নয়, আমরা সবাই নারী সমাজের পাশে দাঁড়াব। 

রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন বলেন, জাতীয় শোক দিবসের প্রাক্কালে এই ধরনের বিক্ষুব্ধ কথা বলতে হবে এটা আমরা চিন্তা করিনি। এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজের কাজ হলো নারীকে অবদমন করা ৷ পরীমণির সঙ্গে সেটাই করা হচ্ছে। আমরা সরকারের কাছে কোনো বাড়তি সুবিধা চাই না। পরীমণি  একজন বাংলাদেশের নাগরিক। তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সরকারের কাছে আমরা সেই দাবিটুকুই জানাচ্ছি। 

সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক রঞ্জু চৌধুরী, মানবাধিকারকর্মী মুশফিকা লাইজু, নির্মাতা রাশিদ পলাশ, নির্মাতা সংগীতা ঘোষ, প্রকাশক দেলোওয়ার হোসেন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা আকরামুল হক প্রমুখ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার