রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেল ৪টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। পরবর্তীতে বাংলা কলেজের ছাত্র এবং বাস ডিপোর স্টাফ মিলে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতল বাসটি বাংলা কলেজের সামনে আসলে দুজন যাত্রী বেশে দোতলায় আগুন দিয়ে নেমে যায়।
রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসিন বলেন, সরকারি বাংলা কলেজের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। দ্বিতল বাসটিতে বাংলা কলেজ এর সামনে দুজন যাত্রী বেশে দোতলায় আগুন দিয়ে নেমে যায়। বাংলা কলেজে ছাত্র এবং ডিপোর স্টাফ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।