হোম > সারা দেশ > ঢাকা

নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে রুলসহ হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নকল ডায়াবেটিস স্ট্রিপ (আকু চেক) ধ্বংস করতে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও রিট আবেদনকারীপক্ষের (ক্যাব) প্রতিনিধির উপস্থিতিতে ওই স্ট্রিপগুলো ধ্বংস করতে বলা হয়েছে।

সেই সঙ্গে এসব নকল স্ট্রিপ ধ্বংস করে সাত দিনের মধ্যে আদালত প্রতিবেদন দিতেও বলা হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) করা এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে নকল স্ট্রিপ সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গত ৩ মার্চ আবেদন করে ক্যাব। এতে সাড়া না পেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। তাতেও ফল না পেয়ে ১৯ মে ক্যাবের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ফেব্রুয়ারিতে নকল ডায়াবেটিস স্ট্রিপ–সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাতে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের বাজারজাত করা সব ডায়াবেটিস স্ট্রিপ (আকু চেক) ব্যাচ নম্বর–২৬০৭৬১৫৬ এবং সব ধরনের নকল স্ট্রিপ, ওষুধ, মেডিকেল যন্ত্রাংশ ক্রয়–বিক্রয়, প্রস্তুত, সরবরাহ ও মজুত করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের নকল স্ট্রিপ লাজ ফার্মার কাকরাইল শাখায় ধরা পড়ে। এসবের মোড়ক তৈরি করে প্রিন্ট ওয়ান নামের ছাপাখানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ধরা পড়ার পর নকল স্ট্রিপ সরবরাহ করার কথা ফার্মা সল্যুশনস স্বীকারও করেছে। তাই কতগুলো নকল স্ট্রিপ বিক্রির জন্য বিতরণ করা হয়েছে, কতটি মজুত আছে ও কতটি প্রত্যাহার করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে ফার্মা সল্যুশনসের কাছে।

তিনি আরও বলেন, নকল স্ট্রিপ বিক্রি বন্ধ ও প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের ড্রাগ লাইসেন্স কেন বাতিল করতে নির্দেশ দেওয়া হবে না, স্বাস্থ্যসচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে তার জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন