হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্রাইভেট কারে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার টঙ্গীর মন্নুগেট এলাকার সিডিএল ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকামুখী একটি চলন্ত প্রাইভেট কারে (নোহা) আগুনের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো চ ১৫-৫৭৫৭) পাঁচজন আরোহী ও চালক ছিলেন। তবে প্রাইভেট কারে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর জানা যাবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়িটির ৮০ শতাংশ পুড়ে গেছে। গাড়ির মালিকানার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

স্থানীয় লোকজন বলেন, হঠাৎ চলন্ত প্রাইভেট কারটিতে আগুন লাগে। এ সময় গাড়িতে থাকা প্রাইভেট কারের চালক ও আরোহীরা গাড়ি থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া গাড়িটি থানায় নিয়ে আসে পুলিশ। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ