হোম > সারা দেশ > ঢাকা

গরু বেচে ঋণ শোধ করবেন কুষ্টিয়ার রফিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার বেলা আড়াইটা। রাজধানীর ভাটারার কাছে ১০০ ফুট সাঈদনগর বালুর মাঠ গরুর হাট। চারপাশে সারি সারি গরু। দেশের বিভিন্ন স্থান থেকে হাটে ব্যাপারীদের কেউ ১০টি তুলেছেন, আবার কেউবা ১৫টি গরু। কিন্তু হাটের মাঝখানে ওয়াচ টাওয়ারের নিচে মাত্র একটি গরু দাঁড় করানো। আসা–যাওয়ার পথে দরদাম করছেন ক্রেতারা। কিন্তু মনমতো দাম না পাওয়ায় বিক্রি করছেন না কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী রফিকুল ইসলাম।

এত দূর থেকে তিনি একটিমাত্র গরু হাটে এনেছেন শুধু ঋণের টাকা শোধ করার জন্য। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য গত বছর ১ লাখ ২০ হাজার টাকা ঋণ করেছিলেন। করোনার এই দুর্যোগে তা শোধ করতে পারছিলেন না। তাই শেষ ভরসা নিজের গোয়ালের গরু। সেটা নিয়েই হাজির হয়েছেন সাঈদনগর হাটে।

আজকের পত্রিকার সঙ্গে আলাপে রফিক জানান, কৃষিকাজ করে যে আয় হয়, তা পরিবারের ভরণপোষণেই চলে যায়। ঋণের টাকা পরিশোধের জন্য চাপের মধ্যে রয়েছেন অনেক দিন। কিছুতেই টাকার ব্যবস্থা করতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে গোয়ালে থাকা গরু নিয়ে চলে এসেছেন ঢাকায়।

চার দিন আগে সাঈদনগর হাটে লাল রঙের এই গরুটি তুলেছেন রফিক। কিন্তু প্রত্যাশিত দাম না মেলায় বিক্রি করতে পারছেন না। রফিক বলেন, ‘এলাকার আরও কয়েকজনের সঙ্গে আসছি। তারা একেকজন চার-পাঁচটা করে আনছে। সঙ্গে আমারটাও উঠাইছি।’

‘হাটে আনার পর সবাই দাম জিজ্ঞেস করে। কেউ ভালো দাম বলে না। গরু বিক্রি করার ইচ্ছা ছিল না। এই গরুটা আমার নিজের বাড়ির। অনেক যত্ন করে পালছি। কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার সময় টাকা ধার করছিলাম ১ লাখ ২০ হাজার। সংসারের টানাটানি। যে কাজ করি সেটার টাকা দিয়া ধার শোধ কইরবার পারি নাই। তাই গরুটা নিয়া আসছি।’

ক্রেতারা দাম জিজ্ঞেস করলে গরুটি ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত হাঁকছেন রফিক। রোববার সকাল থেকে অন্তত ২০ জন ক্রেতা দরদাম করেছেন। কিন্তু বিক্রি করতে পারছেন না। রফিক বলেন, ‘গরুটা সবাই দেখে পছন্দ করতেছে। কিন্তু কেউ ১ লাখ টাকা বলে আবার কেউ ১ লাখ ১০ হাজার পর্যন্ত দাম বলে। আমি ১ লাখ ৪০-৫০ হাজার টাকা হইলে বিক্রি করে দিব। ধারের টাকা দিয়া যা থাকে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু