হোম > সারা দেশ > ঢাকা

‘ভারী গৃহসজ্জার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবুল খায়ের বলেন, ‘ভবনটির দুই সিঁড়ির মাঝখানে লিফট। এই লিফটের পুরো লাইন আগুনে পুড়ে গেছে। ছাদে বিভিন্ন ফ্ল্যাটের এসির কম্প্রেসার। সেই কম্প্রেসারগুলোর বৈদ্যুতিক লাইন নেওয়া হয়েছে লিফটের পাশ দিয়ে। সেগুলো পুড়েছে।’ 

সন্ধ্যা ৭টায় ওই ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখন পর্যন্ত শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনের মৃত্যু হয়েছে। 

ঘটনাস্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনী সহায়তা করেছে ফায়ার সার্ভিসকে। তাদের আমি ধন্যবাদ জানাই। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’ 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেলে একজন মারা গেছেন, তিনি ওপর থেকে লাফ দিয়েছিলেন। বার্ন ইউনিটে আরও তিনজন চিকিৎসাধীন।’ 

তিনি বলেন, ‘আমরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী সকলে আমাদের সহযোগিতা করেছে। ৬টা ৫৯ মিনিটে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে আসে। আমাদের ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন প্রতিটি ভবনে তল্লাশি চলছে।’ 

ভবনটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না জানতে চাইলে ডিজি বলেন, ‘আমরা এই মুহূর্তে আসলে জানাতে পারব না, তদন্ত শেষে বলতে পারব। আমরা এখন মানুষের জীবনের গুরুত্ব দিয়ে তল্লাশি করছি। আগে মানুষের জীবন। কোনো মানুষ আটকা আছে কি না তা দেখা আমাদের অগ্রাধিকার, এখন কাগজপত্র ঘাঁটছি না।’ 

উৎসুক জনতার ভিড়ের কারণে অগ্নিনির্বাপণে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে তল্লাশি শেষে ভবন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা বের হয়েছেন। ভবনটির নিরাপত্তার স্বার্থে ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভবনের অ্যাপার্টমেন্টগুলোর মালিকরা পুলিশকে পাহারার দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পুলিশ ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে।

আরও পড়ুন:

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার