হোম > সারা দেশ > ফরিদপুর

অর্থ পাচার মামলায় কারাগারে থাকা সামচুল আলম চেয়ারম্যান নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ পাচার মামলার আসামি। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। নবনির্বাচিত এই চেয়ারম্যান বর্তমানে এই মামলায় কারাগারে রয়েছেন। 

তিনি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৩১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট। 

গতকাল বুধবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। 

নির্বাচনের আগের দিন মঙ্গলবার ২ হাজার কোটি টাকা পাচার মামলায় তাঁকে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওই দিন তিনি আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

অন্যদিকে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে মাসুদা বেগম ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম একমাত্র প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট। 

জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ জানান, এ উপজেলায় ৪ লক্ষাধিক ভোটের মধ্যে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ