হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লালবাগের বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগ শহীদনগরের একটি বাসা থেকে শিফা আলম (২৬) নামে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৬টার দিকে শহীদনগরের রাজ নারায়ণ ধর রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শহীদনগর রাজ নারায়ণ ধর রোডের ৪ নম্বর গলির ৬ /৩ /এ নম্বর বাসা থেকে শিফা আলমের মরদেহটি উদ্ধার করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুধপাতিল মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল আলম জানান, খবর পেয়ে সকালে শহীদনগরের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা জানিয়েছে, তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দুই সপ্তাহ আগে দেশে আসেন। বিদেশ থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তবে তাঁরা কেউ কাউকে দেখেননি। মোবাইল ফোনেই তাঁরা বিয়ে করেছিলেন। 

ফখরুল আলম আরও জানান, শিফা দেশে আসার পর থেকে শহীদনগরের ওই বাসায় পাশাপাশি রুমে বড় ভাই শামীমের পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ২টায় শিফার ভাবি সাহরির জন্য রান্না করতে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শিফা। তখন তাঁরাই ওড়না কেটে তাঁকে নিচে নামান। 

মৃত শিফার বড় ভাই মো. শামীম বলেন, ‘সাত-আট বছর আগে শিফার প্রথম স্বামী মারা যান। এর দুই বছর পর তিনি সৌদি আরব চলে যায় কাজের জন্য। দুই সপ্তাহ আগে শিফা দেশে ফিরে আসে। তখন সে জানায়, ইতালিপ্রবাসী হাসান নামে এক বাংলাদেশি যুবকের সঙ্গে তাঁর মোবাইলে ফোনের মাধ্যমে পরিচয় হয়েছে। পরে তাঁরা মোবাইল ফোনেই বিয়ে করেছে।’ 

শিফার পরিবারের ধারণা, সেই ছেলের সঙ্গেই কোনো কারণে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করেছেন শিফা।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার