হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লালবাগের বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগ শহীদনগরের একটি বাসা থেকে শিফা আলম (২৬) নামে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৬টার দিকে শহীদনগরের রাজ নারায়ণ ধর রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শহীদনগর রাজ নারায়ণ ধর রোডের ৪ নম্বর গলির ৬ /৩ /এ নম্বর বাসা থেকে শিফা আলমের মরদেহটি উদ্ধার করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুধপাতিল মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল আলম জানান, খবর পেয়ে সকালে শহীদনগরের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা জানিয়েছে, তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দুই সপ্তাহ আগে দেশে আসেন। বিদেশ থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তবে তাঁরা কেউ কাউকে দেখেননি। মোবাইল ফোনেই তাঁরা বিয়ে করেছিলেন। 

ফখরুল আলম আরও জানান, শিফা দেশে আসার পর থেকে শহীদনগরের ওই বাসায় পাশাপাশি রুমে বড় ভাই শামীমের পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ২টায় শিফার ভাবি সাহরির জন্য রান্না করতে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শিফা। তখন তাঁরাই ওড়না কেটে তাঁকে নিচে নামান। 

মৃত শিফার বড় ভাই মো. শামীম বলেন, ‘সাত-আট বছর আগে শিফার প্রথম স্বামী মারা যান। এর দুই বছর পর তিনি সৌদি আরব চলে যায় কাজের জন্য। দুই সপ্তাহ আগে শিফা দেশে ফিরে আসে। তখন সে জানায়, ইতালিপ্রবাসী হাসান নামে এক বাংলাদেশি যুবকের সঙ্গে তাঁর মোবাইলে ফোনের মাধ্যমে পরিচয় হয়েছে। পরে তাঁরা মোবাইল ফোনেই বিয়ে করেছে।’ 

শিফার পরিবারের ধারণা, সেই ছেলের সঙ্গেই কোনো কারণে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করেছেন শিফা।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা