হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার হোসেন নামের এক যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে কাস্টমস হাউস সূত্র জানায়, তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে করে শনিবার রাতে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। পরে ওই যাত্রীকে তল্লাশি করে ১ কেজি ৫৮৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মধ্যে ১ হাজর ১০ গ্রাম পেস্ট সদৃশ সোনা, ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ছিল বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা এবং কাস্টম আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।