হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর রেকটাম ও হাতব্যাগে কোটি টাকার স্বর্ণ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার হোসেন নামের এক যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে কাস্টমস হাউস সূত্র জানায়,  তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে করে শনিবার রাতে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। পরে ওই যাত্রীকে তল্লাশি করে ১ কেজি ৫৮৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মধ্যে ১ হাজর ১০ গ্রাম পেস্ট সদৃশ সোনা, ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ছিল বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাইফেরত যাত্রী আনোয়ার হোসেনের কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৮৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই যাত্রীকেও আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণগুলো ওই যাত্রীর রেকটাম ও ব্যাগে সুকৌশলে লুকানো ছিল। 

এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা এবং কাস্টম আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের