নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আজকে স্পষ্টভাবে বলতে চাইছি, তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী না। সে গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী। শামীম ওসমান তাঁকে প্রার্থী করেছে। যদি সে বিএনপির প্রার্থী হতো তাহলে সে ধানের শীষ নিয়ে নামতো। উনি গডফাদারের প্রার্থী, শামীম ওসমানের প্রার্থী। নতুন করে আবার উত্থান হতে শুরু করেছে।’
শনিবার সকালে বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
আইভী বলেন, ‘আমি এত দিন বলেছি, আমি একটা দল করি। আমি দলের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। সুতরাং জনস্রোত আমার সঙ্গে থাকবে। জনতাই আমার শক্তি। নারায়ণগঞ্জের অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গডফাদার, সন্ত্রাসীদের যেভাবে শক্ত হাতে দমন করেছি ঠিক একই ভাবে দন্তবিহীন বাঘকে শক্ত হাতে দমন করতে চাই। আমরা হাতিকেও দমন করতে চাই, সন্ত্রাসীকে দমন করতে চাই। আমার পাশে আসুন। আমাকে ভোট দিন, সাপোর্ট করুন। আমরা শান্তিময় সবুজ সুন্দর নারায়ণগঞ্জ গড়ব একসঙ্গে।’