বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখা গান, কবিতা ও অন্যান্য রচনা ছিল আমাদের অনুপ্রেরণা। তিনি তাঁর লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।’
আজ শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে কবির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘নজরুল দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হলেও আজও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। এখনো কথা বলতে গেলে, চলাচল করতে গেলে, জীবনযাপন করতে গেলে একধরনের ভীতির সঞ্চার হয়। তাই এ রকম একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা-গানই আমাদের সাহসের অনুপ্রেরণা জোগায়।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নজরুল হলেন বিশ্বমানবতা ও বিদ্রোহের কবি। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্যদিকে আবার মানুষকে প্রেম-ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন। মায়া-ভালোবাসা ও মানুষের সঙ্গে মানুষের বন্ধনের জন্য লিখেছেন।’