হোম > সারা দেশ > ঢাকা

আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম: রিজভী 

ঢাবি প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখা গান, কবিতা ও অন্যান্য রচনা ছিল আমাদের অনুপ্রেরণা। তিনি তাঁর লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।’ 

আজ শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে কবির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, ‘নজরুল দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হলেও আজও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। এখনো কথা বলতে গেলে, চলাচল করতে গেলে, জীবনযাপন করতে গেলে একধরনের ভীতির সঞ্চার হয়। তাই এ রকম একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা-গানই আমাদের সাহসের অনুপ্রেরণা জোগায়।’ 

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নজরুল হলেন বিশ্বমানবতা ও বিদ্রোহের কবি। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্যদিকে আবার মানুষকে প্রেম-ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন। মায়া-ভালোবাসা ও মানুষের সঙ্গে মানুষের বন্ধনের জন্য লিখেছেন।’ 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ