হোম > সারা দেশ > ঢাকা

আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম: রিজভী 

ঢাবি প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখা গান, কবিতা ও অন্যান্য রচনা ছিল আমাদের অনুপ্রেরণা। তিনি তাঁর লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।’ 

আজ শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে কবির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, ‘নজরুল দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হলেও আজও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। এখনো কথা বলতে গেলে, চলাচল করতে গেলে, জীবনযাপন করতে গেলে একধরনের ভীতির সঞ্চার হয়। তাই এ রকম একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা-গানই আমাদের সাহসের অনুপ্রেরণা জোগায়।’ 

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নজরুল হলেন বিশ্বমানবতা ও বিদ্রোহের কবি। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্যদিকে আবার মানুষকে প্রেম-ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন। মায়া-ভালোবাসা ও মানুষের সঙ্গে মানুষের বন্ধনের জন্য লিখেছেন।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির