হোম > সারা দেশ > ঢাকা

বিশ্বনাথে বাস ও ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে বাস ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদুজ্জামান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশীদপুর সড়কের দূর্গাপুর (কারিকোনা) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শাহেদ বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও গ্রামের আবদুল মালিকের ছেলে ও আল-মদিনা বিদ্যা নিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের (সিলেট-জ ১১-০৬০২) সঙ্গে রশীদপুরগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই মোটরসাইকেলে থাকা বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জহির (১৯), পূর্ব চান্দশীরকাপন গ্রামের ছোরাব আলীর ছেলে আলামিন (২০), ইলামেরগাঁও গ্রামের আবদুল মালিকের ছেলে শাহেদুজ্জামান (১৬) ও উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের ছেলে কাউছার (১৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাস ও দুই মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের ড্রাইভারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট