রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহনের সংকট থাকলেও দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রে দেখা গেছে যাত্রীর সংকট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির কারণে ঢাকায় চলাচলকারী বাসের সংখ্যা কমেছে। তবে গাবতলী টার্মিনালে দেখা গেছে, বাস থাকলেও যাত্রী নেই। এতে অনেক গাড়ি তাদের সময় পরিবর্তন করেছে।
সকাল সাড়ে ১০টায় গাবতলীতে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে। যাত্রীর সংকটে অনেক বাস সময় পরিবর্তন করেছে। আবার কিছু বাস আজ দিনে না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার কর্মী মুজিবুর রহমান বলেন, সকাল থেকে তাঁদের ১০টা ট্রিপ থাকলেও আজ মাত্র দুইটা ট্রিপ ফরিদপুর ও বেনাপোলের উদ্দেশে ছেড়েছে। এর মধ্যে ৪০ আসনের গাড়িতে একটাতে ১৩ জন, আরেকটাতে ১৭ জন ছিল।
সোহাগ পরিবহনের কাউন্টার কর্মী মো. ইসমাইল বলেন, তাঁদের তিনটা গাড়ি যাওয়ার কথা থাকলেও একটাই গিয়েছে ২০ জন যাত্রী নিয়ে। আজ দিনে তাঁরা আর বাস ছাড়বেন না।