মানিকগঞ্জের সিঙ্গাইরে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হলেন মোসাদ্দেক (২৩)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ওবাইদুর রহমানের ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে চালক মোসাদ্দেক লাফ দিয়ে নামতে যান। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন ট্রাকটি সরানোর চেষ্টা করেন। কিন্তু এর নিচে চাপা পড়া মোসাদ্দেককে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাক সরিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।