হোম > সারা দেশ > গাজীপুর

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মাঘের সকালে কনকনে শীত আর বাতাস উপেক্ষা করে ইজতেমার মাঠে অবস্থান করছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা। 

ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে উর্দুতে বয়ান দেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বাংলায় এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। 

মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল ১০টা পর্যন্ত আমবয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর ‘খিত্তায় খিত্তায়’ শুরু হবে বয়ান ও জিকির-আসকার। বয়ান চলাকালে ময়দান থেকে সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে। 

আজ দুপুর দেড়টায় তুরাগতীরে সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের। 

সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে টঙ্গী ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মুসল্লি ময়দানের চারপাশে সমবেত হয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ময়দান ও আশপাশের সড়কে কাদা জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। 

যোবায়েরপন্থী ইসলাম আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘গত বুধবার থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা ময়দানে আসতে থাকবেন। আজ প্রায় ৬ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল