হোম > সারা দেশ > গাজীপুর

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মাঘের সকালে কনকনে শীত আর বাতাস উপেক্ষা করে ইজতেমার মাঠে অবস্থান করছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা। 

ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে উর্দুতে বয়ান দেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বাংলায় এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। 

মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল ১০টা পর্যন্ত আমবয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর ‘খিত্তায় খিত্তায়’ শুরু হবে বয়ান ও জিকির-আসকার। বয়ান চলাকালে ময়দান থেকে সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে। 

আজ দুপুর দেড়টায় তুরাগতীরে সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের। 

সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে টঙ্গী ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মুসল্লি ময়দানের চারপাশে সমবেত হয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ময়দান ও আশপাশের সড়কে কাদা জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। 

যোবায়েরপন্থী ইসলাম আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘গত বুধবার থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা ময়দানে আসতে থাকবেন। আজ প্রায় ৬ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে