হোম > সারা দেশ > গাজীপুর

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মাঘের সকালে কনকনে শীত আর বাতাস উপেক্ষা করে ইজতেমার মাঠে অবস্থান করছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা। 

ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে উর্দুতে বয়ান দেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বাংলায় এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। 

মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল ১০টা পর্যন্ত আমবয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হবে। এরপর ‘খিত্তায় খিত্তায়’ শুরু হবে বয়ান ও জিকির-আসকার। বয়ান চলাকালে ময়দান থেকে সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে। 

আজ দুপুর দেড়টায় তুরাগতীরে সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা যোবায়ের। 

সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে টঙ্গী ও এর পার্শ্ববর্তী এলাকার কয়েক লাখ মুসল্লি ময়দানের চারপাশে সমবেত হয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ময়দান ও আশপাশের সড়কে কাদা জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। 

যোবায়েরপন্থী ইসলাম আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘গত বুধবার থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা ময়দানে আসতে থাকবেন। আজ প্রায় ৬ লাখ মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’