টঙ্গীতে ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে মুন্নু গেইট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তির বয়স ৬৫ বছর। ব্যক্তিটির পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পাশে কামারপাড়া সড়কে আজ সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাশের শরীরে কোন আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।