হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগিতায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে শেষ হয়েছে। আজকের পত্রিকাসহ দেশের প্রথম সারির প্রায় ২০টি গণমাধ্যমের সাংবাদিকেরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

 প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশিক্ষণ। এর গুরুত্ব অনুধাবন করে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয় ধারাবাহিকভাবে প্রকাশিত করা গেলে সাধারণ মানুষের কাছে এ জ্ঞান সহজেই পৌঁছে যাবে।’ 

এম. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ ধরনের ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমাতে সাহায্য করবে।’

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকেরা তাদের বক্তব্যে এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও বাস্তবজীবনে এ শিক্ষা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান। দুই দিনের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনা করেন সোসাইটির প্রশিক্ষণ বিভাগের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি সাহা ও সোসাইটির ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর মৃণাল কান্তি রায়। 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য ও খ্যাতিমান সাংবাদিক এম. মনজুরুল ইসলাম, মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক একরাম এলাহি চৌধুরী এবং যোগাযোগ বিভাগের উপপরিচালক মাহমুদুল হাসান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল