হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা ভোট চোরের সহযোগী: আমীর খসরু

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ, এই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আছেন, তাঁরা ভোট চোরের সহযোগী।’ আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি ভোটের মাঠে ছিল, ভোটের মাঠে আছে এবং ভবিষ্যতে ভোটের মাঠে থাকবে। বিএনপি ভোটের মাঠ থেকে ভোট চোর ও তাঁদের সহযোগীদের বিতাড়িত করবে।’

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা নাই থাকুক, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেব না। জীবনের বিনিময়ে হলেও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন করতে দেব না। এই সংগ্রাম কঠিন সংগ্রাম। এই সংগ্রামের দেশের মানুষ আমাদের সঙ্গে আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পানি, গ্যাস, বিদ্যুতের বিলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আওয়ামী লীগের দুর্নীতি ও চাঁদাবাজির কারণেই দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে তাতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে।’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু