হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এ কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা বলছিলেন ওই যুবক।

মারধরে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, অভিযুক্ত যুবক পকেটমার। তিনি চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছেন। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি নজরুল ইসলাম বলেন, ‘পকেটমার ধরে একটা ছেলেরে শহীদ মিনারে আইনা মারধর করে। পরে হাত বেঁধে গাছে ঝুলায়া মারধর করছে। বেশ কিছুক্ষণ মারধরের পর ছেড়ে দিছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের শিকার যুবক ও ঘটনার সঙ্গে জড়িত কারও খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছি। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে