হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে নেতা-কর্মীদের জন্য খিচুড়ি রান্না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ। ২ হাজার মানুষের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে।

আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে এই আয়োজন। 

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি মো. শফিক বলেন, ‘যুবলীগের উদ্যোগে আজ ভোর থেকে খিচুড়ি রান্না শুরু হয়, এখনো রান্নাবান্না চলছে। দুই হাজার মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হচ্ছে।’ 

শফিক আরও বলেন বলেন, ‘সবজি খিচুড়ির সঙ্গে গরুর মাংস রান্না করা হচ্ছে।’

ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করছে বিএনপি। তারা সহিংসতা করতে পারে আশঙ্কা করে শুক্রবার থেকে রাজধানীর পাড়া-মহল্লায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করা নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ।

এর আগে সকাল থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে একটি মিছিল নিয়ে গোলাপ শাহের মাজার হয়ে গুলিস্তান দিয়ে ঘুরে জিপিও হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করে নেবে, শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে। আমরা তাদের মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থান করছি। যেখানে এই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে।’

একইভাবে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগও। সংগঠনটির সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিল করে তারা।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ