রাজধানীর গুলশানে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে ১০৪ নম্বর রোডে ৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। যুবকের নাম লতিফুল রহমান (২৬)।
গুলশান থানার সাব ইন্সপেক্টর (এসআই) শামিম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
শামিম হোসেন আরও বলেন, গত মাসে করোনায় মা ও ভাইকে হারান লতিফুল রহমান। এরপর মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। সেখান থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, লতিফুল রহমান সম্প্রতি ‘এ’ লেভেলে পড়াশোনা শেষ করেছে। বাড়িটির তৃতীয় তলার ফ্ল্যাটে বাবার সঙ্গে থাকতেন তিনি।