ঢাকা: ইন্দোনেশিয়ায় ডুবে যাওয়া সাবমেরিনে নৌবাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক শোক বার্তা পাঠিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এল পি মার্শুদির কাছে। বার্তায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শোকার্ত পরিবার এ শোক সহ্য করতে পারবে বলেও আশা প্রকাশ করেন ড. এ কে আবদুল মোমেন। নৌবাহিনীর মৃত নাবিকদের আত্মার শান্তি প্রার্থনা করেন তিনি।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিনটি তিন টুকরো অবস্থায় বালি দ্বীপের সমুদ্রের তলায় পাওয়া গেছে। সাবমেরিনটিতে থাকা ৫৩ নাবিকের সবাইকেই এরই মধ্যে মৃত ঘোষণা করা হয়েছে।