হোম > সারা দেশ > নরসিংদী

সাথী ফসল হিসেবে করলা চাষে লাভবান কৃষক

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

একই জমিতে অন্যান্য ফসলের সঙ্গে করলা চাষ করে নরসিংদীর বেলাব উপজেলার কৃষকদের ভাগ্যবদল হচ্ছে বলে জানাচ্ছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি হওয়ায় প্রান্তিক কৃষকের পাশাপাশি স্থানীয় পাইকারি বিক্রেতারাও লাভবান হচ্ছেন। 

জানা যায়—বছর কয়েক আগে উপজেলার কৃষকেরা বিভিন্ন ফসলের সঙ্গে সাথী ফসল হিসেবে করলা চাষ শুরু করেন। প্রথমে স্থানীয় হাট-বাজারে এ ফসল বিক্রি করতেন। পরে করলা চাষের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা উপজেলার স্থানীয় বাজারগুলোতে আসতে শুরু করেন। ফলে তিতা করলা কৃষকের মুখে মিষ্টি হাসি ফুটিয়েছে। এখন প্রতিমণ করলা কৃষকেরা ১ হাজার ৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করতে পারছেন।

 উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থানীয় বাজারগুলোতে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে করলার প্রচুর চাহিদা এবং উৎপাদন বেশি হওয়ায় তাঁরা ভালো দামে বিক্রি করতে পারছেন। 

ইউনিয়নের হোসেন নগর গ্রামের মো. ফরহাদ মিয়া বলেন, ‘আমি ৩০ শতাংশ জমিতে করলা চাষ করেছি। বাজারে করলার প্রচুর চাহিদা থাকায় আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করতে পারতেছি।’ 

সাথী ফসল হিসেবে করলা চাষ করায় খরচের তুলনায় লাভ বেশি। এ ব্যাপারে দড়িকান্দি গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়া বলেন, ‘অন্য ফসলের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে আমরা করলা চাষ করি। এতে খরচ কম লাভ বেশি। বাজারে চাহিদাও বেশি। আশা করি ভালো টাকা বিক্রি করতে পারব।’ 

বাজারে চাহিদা বেশি থাকায় স্থানীয় অনেকে পাইকারি কিনে ঢাকায় এনে বেশি দামে বিক্রি করতে পারছেন। এ বিষয়ে পাইকারি সবজি ব্যবসায়ী মো. আব্দুস সাদেক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাবরের করলার গুণগত মান ভালো। তাই এখান থেকে করলা কিনে ঢাকার বাজারে ভালো দামে বিক্রি করতে পারতেছি। দাম একটু বেশি হলেও চাহিদা থাকায় আমরা ঢাকায় নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি।’ 

কৃষকেরা দেশি, হাইব্রিড ও সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছে উল্লেখ করে উপজেলা কৃষি উপসহকারী ফাতেমা বেগম বলেন, ‘কয়েক বছর ধরে করলা চাষ করে উপজেলায় কৃষকেরা নীরব বিপ্লব ঘটিয়েছেন। কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশি, হাইব্রিড, সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। আমরা কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে থাকি। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।’ 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক