হোম > সারা দেশ > ঢাকা

সাকিবের দেওয়া ইফতারির টাকা নিয়ে মন্তব্য: দুঃখজনক বলছেন ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেটার সাকিব আল হাসান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন। তা নিয়ে ব্যবসায়ীদের নেতিবাচক মন্তব্যকে দুঃখজনক বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দীন। 

আজ বুধবার বঙ্গবাজারে খোলা আকাশের নিচে চৌকি পেতে ব্যবসা কার্যক্রম উদ্বোধনের পরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন হেলাল উদ্দীন। তিনি বলেন, সারা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকেও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় গঠিত তহবিলে টাকা দিচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কার কাছে ২০ হাজার টাকা দিয়েছেন, কে সেই টাকা না নিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, আমরা তাকে চিনি না। আমরা চেষ্টা করেছি তাঁকে খুঁজে বের কারার জন্য। তিনি আমাদের বঙ্গবাজারের কোনো ব্যবসায়ী নয়। সাকিব আল হাসানের মতো একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে আমরা কোনোভাবেই অসম্মান করতে পারি না। আমাদের যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সে জন্য আমরা ক্ষমা চাই।’ 

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে উল্লেখ করে হেলাল উদ্দিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমাণ করেছেন, কাজ করলে কাজ করা যায়। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি খেয়াল রাখছেন। বিপদ মানুষকে পথ দেখিয়ে দেয়। আমি মনে করি বঙ্গবাজারের ব্যবসায়ীদের বিপদ আজকে পথ দেখিয়ে দেবে।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই টাকা দেওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা–সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। বঙ্গবাজারের ব্যবসায়ী দাবি করা এক ব্যক্তি ২০ হাজার টাকা দেওয়া নিয়ে সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট