হোম > সারা দেশ > ঢাকা

সাকিবের দেওয়া ইফতারির টাকা নিয়ে মন্তব্য: দুঃখজনক বলছেন ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেটার সাকিব আল হাসান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন। তা নিয়ে ব্যবসায়ীদের নেতিবাচক মন্তব্যকে দুঃখজনক বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দীন। 

আজ বুধবার বঙ্গবাজারে খোলা আকাশের নিচে চৌকি পেতে ব্যবসা কার্যক্রম উদ্বোধনের পরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন হেলাল উদ্দীন। তিনি বলেন, সারা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকেও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় গঠিত তহবিলে টাকা দিচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান কার কাছে ২০ হাজার টাকা দিয়েছেন, কে সেই টাকা না নিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, আমরা তাকে চিনি না। আমরা চেষ্টা করেছি তাঁকে খুঁজে বের কারার জন্য। তিনি আমাদের বঙ্গবাজারের কোনো ব্যবসায়ী নয়। সাকিব আল হাসানের মতো একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে আমরা কোনোভাবেই অসম্মান করতে পারি না। আমাদের যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সে জন্য আমরা ক্ষমা চাই।’ 

মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে উল্লেখ করে হেলাল উদ্দিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমাণ করেছেন, কাজ করলে কাজ করা যায়। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বঙ্গবাজারে এই পোড়া স্তূপ পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি খেয়াল রাখছেন। বিপদ মানুষকে পথ দেখিয়ে দেয়। আমি মনে করি বঙ্গবাজারের ব্যবসায়ীদের বিপদ আজকে পথ দেখিয়ে দেবে।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই টাকা দেওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা–সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। বঙ্গবাজারের ব্যবসায়ী দাবি করা এক ব্যক্তি ২০ হাজার টাকা দেওয়া নিয়ে সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল