হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জুয়েল, তরিকুল ইসলাম, জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, তিনটি চাকু ও একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত এসপি (মিডিয়া) বীণা রাণী দাস জানান, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকে ‘বিচ্ছু বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করত।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট