হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জুয়েল, তরিকুল ইসলাম, জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, তিনটি চাকু ও একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত এসপি (মিডিয়া) বীণা রাণী দাস জানান, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকে ‘বিচ্ছু বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করত।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট