হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জুয়েল, তরিকুল ইসলাম, জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, তিনটি চাকু ও একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত এসপি (মিডিয়া) বীণা রাণী দাস জানান, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকে ‘বিচ্ছু বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করত।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯