হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার

নিখোঁজের দুই মাস পর ঢাকার আশুলিয়া থেকে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। 

নিহতের নাম রেহেনা পারভীন (৩৭)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পশ্চিম পাতিলঝাপ গ্রামের লেহাজ উদ্দিনের মেয়ে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মোহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন, ‘মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত। জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সব বের হয়ে আসবে।’ 

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের ছোট রাজাপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আওলাদ হোসেনের (৪৭) সঙ্গে রেহেনার বিয়ে হয়। এর আগে থেকেই রেহেনা অস্ট্রেলিয়ায় থাকতেন। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে। পরিবারের সব সদস্য অস্ট্রেলিয়ার নাগরিক। 

রেহেনা পারভীনের মা আইরিন আক্তার বলেন, ‘রেহেনা তার ছেলে আহাদ নূরকে (১৩) নিয়ে গত ৬ জুন বাংলাদেশে এসে আমাদের বাড়িতে ওঠে। গত ২৯ জুন রেহেনার স্বামী আওলাদ হোসেন বাংলাদেশে আসে। পরদিন আওলাদ আমাদের বাড়িতে আসে। ওই দিনই রেহেনা ও তার ছেলেকে আওলাদ ছোট রাজাপড়া এলাকায় বাড়িতে নিয়ে যায়।’ 

আইরিন আক্তার আরও বলেন, ‘গত ৩ জুলাই বিকেলে রেহেনা আমাকে মোবাইল ফোনে কল করে জানায় তার স্বামী আওলাদ হোসেন, চাচাশ্বশুর আমজাদ হোসেন (৬৪), ননদ পাপিয়া আক্তার (৩৬) ও মাকসুদা বেগম (৪৪) তাঁকে মারধর করেছেন। চিকিৎসার জন্য আওলাদ রেহেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। এরপর থেকে মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজ না পেয়ে ৩ জুলাই নবাবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করি। পরে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে গিয়ে জানতে পারি আমার মেয়ে নির্ধারিত তারিখে অস্ট্রেলিয়া যায়নি। তবে তার স্বামী আওলাদ ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় চলে গেছে।’ 

মেয়ে ও নাতিকে ছাড়া আওলাদের অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় আইরিন আক্তারের সন্দেহ হয়। তিনি বলেন, ‘আওলাদের বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগমের কাছে মেয়ের বিষয়ে জানতে চাই। তারা আমার নাতিকে (আহাদ নূর) তাদের কাছে থাকার কথা জানালেও মেয়ের বিষয়ে কোনো তথ্য দেয়নি। গত ৮ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলায় রেহেনার স্বামী আওলাদ হোসেন, চাচাশ্বশুর আমজাদ হোসেন, ননদ পাপিয়া আক্তার ও মাকসুদা বেগমকে আসামি করি। গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।’ 

নিহত রেহেনার ভাই রবিন বলেন, ‘দেশ ও দেশের বাইরে আমার বোনের নামে অনেক সম্পদ রয়েছে। ওই সম্পদই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। সম্পদ আত্মসাৎ করার জন্যই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, ‘গত ৩ জুলাই নবাবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি ও মামলার সূত্র ধরে পাপিয়া ও আমজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মনোদিয়া চৌরাপাড়া গ্রামে পাপিয়া আক্তারের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় রেহেনা পারভীনের লাশ উদ্ধার করা হয়।’

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা