হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়ল ৯ বৈদ্যুতিক খুঁটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এতে সড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় মহাসড়কের মদনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটিগুলি মহাসড়কে পড়ে যায়। এতে একটি বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি সরাতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। আপাতত মহাসড়কের ঢাকামুখী লেন দুই অংশে ভাগ করে যান চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে হঠাৎ একটি খুঁটি বিকট শব্দে পরে যায়। এরপর একে পড়ে যায় টি খুঁটি। এর মধ্যে একটি খুঁটি নাফ পরিবহনের বাসে অপরটি কাভার্ডভ্যানের ওপর পরে। তবে এতে কোনো যাত্রী বা পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে খুঁটি পড়ে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে কাচপুর ব্রিজ এবং ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেন বর্ধিতকরণের কাজ চলছে। সোমবার রাতে সেখানকার মাটি সড়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ মহাসড়কে পড়ে। এ সময় বৈদ্যুতিক তার লাগানো থাকায় টান লেগে আরও আটটি খুঁটির পড়ে যায়।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল