হোম > সারা দেশ > ঢাকা

আইএমএফের ঋণের সুবিধা জনগণ পাবে না: আনু মুহাম্মদ

জাবি প্রতিনিধি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সুবিধা জনগণ পাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বুধবার ‘জ্বালানি, বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে।

এ সময় আনু মুহাম্মদ বলেন, আইএমএফের শর্ত মেনে ঋণ পাওয়া সরকারের জন্য একটা কমফোর্ট জোন হলেও জনগণের জন্য তা স্বস্তির নয়। জ্বালানি এবং বিদ্যুৎ খাতে পলিসিগত কারণে যে সংকটগুলো তৈরি হয়েছে তা এই ঋণ নিয়েও সমাধান হবে না; বরং আরও বেড়ে যাবে।’ 

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘ঋণ নিতে আইএমএফ দুই ধরনের শর্ত দেয়। একটি নামমাত্র হলেও অপরটি বাস্তবায়ন করতে হয়। এ সব প্রতিষ্ঠান চায় সবখানে বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) হোক। বিশেষ একটি গোষ্ঠীর সমর্থনে সরকার এই সব শর্ত পূরণ করলে বিদ্যুৎ, গ্যাস, খাদ্যদ্রব্য, চিকিৎসা, যানবাহন, বাসাভাড়া ও শিক্ষার ব্যয় বেড়ে যাবে।

সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক বদরুল আমিন, ড. মাহা মির্জা প্রমুখ।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব