হোম > সারা দেশ > ঢাকা

বৃষ্টি ছাড়াই হাঁটুপানি পরিদর্শনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আজমপুর থেকে উত্তরখানের শাহ কবির মাজার রোডের দক্ষিণখানের চালাবন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পরিদর্শনে আসেন। 

এ সময় তাঁর সঙ্গে ডিএনসিসির জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দৈনিক আজকের পত্রিকায় ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’-শিরোনামে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে ডিএনসিসি অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ক আজকের পত্রিকাকে বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য আগেও ডিএনসিসির ইঞ্জিনিয়ার পরিদর্শন করেছেন। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমিসহ জনপ্রতিনিধি, জোনাল অফিসাররা মিলে পরিদর্শন করেছি।’ 

দ্রুত সমাধানের আশ্বাস জানিয়ে জুলকার নায়ন বলেন, আগামী কালকের মধ্যে (বুধবার) পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কালকে ড্রেনের কাজ ও পানি অপসারণের কাজ ধরা হবে। এতে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতাও নেওয়া হবে।

চালাবন সিএনজি পাম্পের বিসমিল্লাহ বেডিং অ্যান্ড পর্দা হাউসের মালিক মো. দুলাল খান আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 
ময়লা পানির জন্য দোকানে কাস্টমার আসে না। যার কারণে বেচাকেনা হয় না। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তারা পরিদর্শনে এসেছেন। এখন যদি কর্তৃপক্ষ দ্রুত সমাধান করেন তাহলে আমাদের ব্যবসা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী। 

মায়ের দোয়া জেনারেল স্টোরের কর্মচারী আব্দুর রাজ্জাক বলেন, ‘জমে থাকা পানির জন্য রাস্তা ঘাটে মানুষ হাটতে পারছে না। রোগীরাও চলাচল করতে পারছে না। এ নিয়ে সংবাদ প্রকাশের সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা পরিদর্শনে এসেছেন। এখন আমি আশাবাদী দ্রুত এ সমস্যার সমাধান করবেন তারা।’

অন্যদিকে বায়তুল মাহফুজ জামে মসজিদের মুসল্লিরা বলেন, ড্রেনের ময়লা ও নোংরা পানির জন্য আমাদের নামাজ পড়তে অসুবিধে হতো। কারণ এসব পচা পানির কারণে অজু নষ্ট হয়ে যেত। সংবাদ হওয়ার পর কর্তৃপক্ষের নজরে এসেছে। তারাও পরিদর্শন করেছেন। এখন আশা করি তারা দ্রুত সমস্যা সমাধান করবেন।

উল্লেখ্য, সারা দেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকায় 'বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়' শিরোনামে মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ডিএনসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের আজমপুর থেকে উত্তরখানের শাহ কবীর মাজার রোডের দক্ষিণখানের চালাবন এলাকার জনদুর্ভোগের কথা নজরে আসে কর্তৃপক্ষের।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার